Peace Be Upon You

A Site for Quran,Hadith&Sunnah

[بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ] In The Name Of Allah The Entirely Merciful,The Especially Merciful ...............

Saturday 23 March 2013

i love allah & his messenger.

Friday 22 March 2013

বন্ধুরা খেয়াল করুন এই হাদীসটাকে

হজরত শিবলী(র.) বলেতেন-আমি চার হাজার হাদীস পরেছি চার শত উস্তাদ এর খেদমতে থেকে । কিন্তু তার মধ্যে আমি একটা হাদীস কে আমি আমলের জন্য ঠিক করেছি কারন সেটা আমার মুক্তি ও নাজাতের জন্য যথেষ্ট এবং আম্বিয়ায়ে কেরামের ইলম তার মধ্যে শামিল ।হাদীসটা
হল-

"দুনিয়ার জন্য ঐ পরিমাণ আমল করো যে পরিমাণ তুমি তথায় আবস্থান করবে । আর আখিরাতের জন্য ঐ পরিমাণ আমল করো যে পরিমাণ তোমাকে সেখানে থাকতে হবে। যে পরিমাণ তুমি আল্লাহর নিকট মুখাপেক্ষী সেই পরিমাণ তুমি তার জন্যে আমল করো । আর জাহান্নামের জন্যে আমল করো যে পরিমাণ তুমি তার সাজা ভোগে ধৈরয ধারনের ক্ষমতা রাখো ।।"

বেহেশতের প্রবেশ পথ-ইমাম গাজ্জালি(রহঃ)

Thursday 21 March 2013

সূরা আল-বাকারা


যারা আল্লাহ্‌ পাকের কিতাব না বুঝেএবং সত্যি ব্যাপার না জেনে তারা তাদের পূর্ব পুরুষ রা যা   করেছে তাই করে, সেটা সত্য না হলেও !
                তাদের জন্য মহান আল্লাহ পাক বলেন ,
                                                                         ্‌
وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ [٢:١٧٠]

আর যখন তাদেরকে কেউ বলে যে, সে হুকুমেরই আনুগত্য কর যা আল্লাহ তা’আলা নাযিল করেছেন, 

তখন তারা বলে কখনো না, আমরা তো সে বিষয়েরই অনুসরণ করব। যাতে আমরা আমাদের বাপ-

দাদাদেরকে দেখেছি। যদি ও তাদের বাপ দাদারা কিছুই জানতো না, জানতো না সরল পথও। 
                           
                                                                                                     -sura al-Baqara170
তাই আমাদের উচিত সবকিছু কুরআন ও হাদীস এর আলোকে বিচার করা  !
 আমাদের আরও  উচিত যাহা না জানা তাহা কুরআন ও হাদীস থেকে জেনে নাওয়া ,না পারলে জ্ঞানীদের
কাছে থেকে জেনে নেওয়া যারা হাদীস ও কুরআন ভাল বুঝেন !